নিপুন শাকিব ইস্যুতে ফেঁসে গেলেন নায়ক ফেরদৌস। Bangla Media Controversy News Shakib Khan and Nipun

2017-07-08 6

বাংলার তারকাদের ভুল বোঝাবোঝি যেন শেষ এ হচ্ছে না। ঘটনা হলো চিত্রনায়কি বুবলীর প্রশংসা করতে গিয়ে শাকিব খানের মন্তব্যের জের ধরে এই নায়কের উপর ক্ষোভ ঝেড়েছেন আরেক চিত্রনায়িকা নিপুণ। নিজের ফেসবুক ফ্যান পেজে শাকিব খানের শিক্ষাগত যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে কড়া এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি।এরপর সোমবার রাতে চিত্রনায়ক ফেরদৌসের নামে একটি ভুয়া ফেসবুক পেজ থেকে শাকিবের সমালোচনা করায় নিপুণের স্ট্যাটসের কড়া সমালোচনা করা হয়। যাচাই বাছাই না করে শাকিব ভক্তরা এই বক্তব্যকে ফেরদৌসের মন্তব্য হিসেবে উল্লেখ করে শেয়ার করছেন সর্বত্র। ফেরদৌসের বক্তব্যের উপর ভিত্তি করে ফেসবুকে সমালোচনা করা হচ্ছে নিপুণকে।কিন্তু এই স্ট্যাটাস নিয়ে বিব্রতকর অবস্থায় রয়েছেন ফেরদৌস। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সকাল থেকে লোকদের জবাব দিতে দিতে আমি ক্লান্ত। এটা আমার জন্য খুবই বিব্রতকর যে আমার নামে ভুয়া একটি পেজ থেকে নিপুণকে হেয় করে বাজেভাবে একটি স্ট্যাটাস দেয়া হয়েছে এবং সেটি ভাইরাল হয়ে গেছে। কিছু গণমাধ্যমও আমার মতামত না জেনেই এই স্ট্যাটাস নিয়ে সংবাদ প্রকাশ করেছেন। এটা দু:খজনক।’তিনি আরও বলেন, ‘ফেসবুকে আমার কোনো আইডি বা ফ্যানপেজ কিচ্ছু নেই।

*** ANTI-PIRACY WARNING ***
This content is Copyright to Star Golpo. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!

Star Golpo Official YouTube Channel :

Official facebook page :

Official Twitter :

Official Website :