south asian satellite

2017-05-07 20

ভারত দক্ষিণ এশীয় স্যাটেলাইট জিস্যাট-৯–এর সফল উৎক্ষেপণ করেছে গত শুক্রবার। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ওই দিন বিকেলে উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়।

এই স্যাটেলাইট উৎক্ষেপণকে ভারতের আঞ্চলিক শক্তি ও প্রভাবের প্রদর্শন হিসেবে ব্যাপকভাবে বিবেচনা করা হচ্ছে। প্রাথমিকভাবে এই স্যাটেলাইটের নামকরণ করা হয় সার্ক স্যাটেলাইট। তবে পাকিস্তান এই প্রকল্পে অংশ না নেওয়ার ঘোষণা দেওয়ার পর এবং বিরাট এই প্রকল্পে আফগানিস্তানের সঙ্গে চুক্তিতে পৌঁছা সম্ভব না হওয়ার পর এর নাম পরিবর্তন করা হয়।

Free Traffic Exchange