লাইভ অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করতে করতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।দেখুন ভিডিওসহ.( Quran Reciter Dies Live on Air)

2017-04-28 2

টেলিভিশনের এক লাইভ অনুষ্ঠানে ‘সূরা আল মূলক’ তিলাওয়াত করার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন কারি শেখ জাফর আবদুল রহমান। ছবি : ভিডিও থেকে

ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের একটি জনপ্রিয় ধর্মভিত্তিক কোরআন তিলাওয়াতের অনুষ্ঠান চলছে। অনুষ্ঠানটিতে এসেছেন সারা দেশের খ্যাতিমান কারিরা।

মঞ্চে আছেন মন্ত্রীও। লাইভ সম্প্রচারিত হচ্ছে ওই অনুষ্ঠান।

এখানেই কোরআন তিলাওয়াত করতে করতেই হঠাৎ ঢলে পড়ে গেলেন ইন্দোনেশিয়ার জনপ্রিয় কারি শেখ জাফর আবদুল রহমান। সঙ্গে সঙ্গে ছুটে এলেন অনেকেই।

প্রাথমিক চিকিৎসায় কারি সাড়া না দেওয়ায় মঞ্চ থেকে স্ট্রেচারে করে তাঁকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে।

মিনিট পাঁচেক পরে খবর এলো হৃদরোগে আক্রান্ত হয়ে কারি শেখ জাফর ঘটনাস্থলেই মারা গেছেন। অনুষ্ঠানটি তখনো লাইভে সম্প্রচারিত হচ্ছে।

ইন্দোনেশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের সূত্র উল্লেখ করে আরব নিউজ জানায়, গত বুধবার টেলিভিশনের এক লাইভ অনুষ্ঠানে ‘সূরা আল মূলক’ তিলাওয়াত করার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন কারি শেখ জাফর আবদুল রহমান।

এদিকে, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে কোরআন তিলাওয়াতের সময় কারি শেখ জাফরের মৃত্যুর ভিডিওটি ছড়িয়ে পড়েছে। অনেকেই তাঁর এমন মৃত্যুকে পরম করুণাময়ের আশীর্বাদ হিসেবে উল্লেখ করেছেন।

অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ইন্দোনেশিয়ার সমাজকল্যাণমন্ত্রী খফিফা ইন্দার পারায়ানসার নিজের টুইটারে লেখেন, ‘আজ আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। কিন্তু তাঁর (শেখ জাফর আবদুল রহমান) এ মৃত্যু সম্মানজনক।’

Videos similaires