কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত শেখ রাসেল স্কলারশীপ-২০১৬ বৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ১০টায় বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ প্রাঙ্গনে বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি সোহরাব হোসেন বাবরের সভাপতিত্বে ও আফসানা আক্তার অপু ও ঝিল্লুর রহমান টিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, রামপুর ইউপি চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নূর আহাম্মদ চৌধুরী, বামনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ রাহবার হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের প্রভাবশালী নেতা আব্দুল কুদ্দুস প্রমুখ।
অনুষ্ঠানে ১২০জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয় এবং সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থী ইশমাম ইউশা এবং দীপ্ত মজুমদারকে গোল্ড মেডেল প্রদান করা হয়।
প্রসঙ্গত, ২১ অক্টোবর ২০১৬ তারিখে কোম্পানীগঞ্জের ৫৩ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ১২০০ ছাত্রছাত্রী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে।