ইউরোপের বলকান অঞ্চলের রাষ্ট্র রিপাবলিক অব কসভোকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো বাংলাদেশ।
সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেয়া হয়। এছাড়া, মন্ত্রিসভার বৈঠকে যুবকদের বয়স ১৮ থেকে ৩৫ বছর রেখেই জাতীয় যুবনীতি-২০১৬ এর খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়।
সমুদ্র এলাকায় সরকারিকাজে দায়িত্বপ্রাপ্তদের বাধা দেয়া হলে, সর্বোচ্চ ৩ বছরের জেল ও ৫ লাখ জরিমানার বিধান রেখে সামুদ্রিক মৎস আইন ও শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আইনের খসড়ারও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পরে, বৈঠকের বিষয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব।