চট্টগ্রামবাসীর সুপেয় পানির সমস্যা সমাধানে নতুন প্রকল্প হাতে নিয়েছে ওয়াসা। পুরোপুরি বাস্তবায়ন হলে নগরবাসির ৭০ শতাংশ চাহিদা পূরণ হবে। সব কিছু ঠিক থাকলে এ মাসের যে কোন সময় প্রধানমন্ত্রী নিজেই উদ্বোধন করবেন এই ‘শেখ হাসিনা পানি শোধনাগার’।
চট্টগ্রামের প্রায় ৬০ লাখ নগরবাসীর পানির চাহিদা দৈনিক প্রায় ৫০ কোটি লিটার। এর মধ্যে চট্টগ্রাম ওয়াসা সরবরাহ করতে পারে দৈনিক গড়ে ২০-২১ কোটি লিটার। আরো ১৪ কোটি লিটার পানি সরবরাহের জন্য রাঙ্গুনিয়ার পোমরায় নির্মিত হয়েছে শেখ হাসিনা পানি শোধনাগার।
জাইকার অর্থায়নে ২০১০ সালে শুরু হওয়া এ পানি শোধনাগার প্রকল্পের কাজে ধীরগতি হওয়ায় এখনো শতভাগ পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
২০২১ সালের মধ্যে নগরবাসীর পানি সমস্যা সম্পূর্ণ সমাধানে নগরীর মদুনাঘাট ও রাঙ্গুনিয়ায় আরো দুটি প্রকল্পের কাজ এগিয়ে চলছে।