Traditional Hijab tutorial for Pohela Falgun (পহেলা ফাল্গুন)

2017-02-14 31

হলদে, বাসন্তী, লাল আর কমলা
শাড়ী নিয়ে মাতোয়াড়া, তরুণী-চপলা ।

হাত ভরে চুড়ি বাজে -রুনঝুন, রিনিঝিনি
মাটির গয়না-গাটি ; জম্পেশ বিকি-কিনি ।

এক পায়ে মল আর গোল টিপ কপালে
সাজুগুজু শুরু হয় সেই ভোর-সকালে।

পাঞ্জাবী, ফতুয়া - দুটোই যে চলছে
ছেলেগুলো হিমু হবে - সকলেই বলছে।

সাথের জিন্সটা হলো কালচারে ফিউশন
মন্দ কি ভাবছে যে স্মার্ট জেনারেশন ।

ভাপা পিঠা, মোয়া-নাডু আর পাটিসাপটা
সাথে ফ্রি একদম হইচই, আড্ডা।

প্রকৃতিতে প্রাণ জাগে, ফুলে ফুলে আগুন
শীত গেল চলে, আজ পহেলা ফাগুন ।


Hello বাঙালী beauties,
কেমন আছো সবাই ? আমি খুবই উত্তেজিত ছিলাম এই টিউটরিয়াল টা তোমাদের সাথে share করার জন্য। আমাদের বাঙালী মেয়েদের একটি শৌখিন দিন এই পহেলা ফাল্গুন। জীবনে আর একটি বসন্তের আগমন। বসন্ত এলে নাকি মনে রঙ ধরে ! আসলে কি তাই ?
হ্যাঁ এই রং ছড়িয়ে বসন্ত বিরাজ করে সবার মনে ।
এই দিনে প্রকৃতিকে রাঙাতে ব্যস্ত থাকে পলাশ ,শিমুল আর কৃষ্ঞচূড়া । কচি সবুজ পাতা, লাল-হলদে ফুল বসন্তের রংঙে রাংঙিয়ে দেয় আমাদের প্রকৃতি। আর প্রকৃতির সেই রঙ দেখেই কোকিল গাইতে শুরু করে তার কুহু... কুহু.....চির চেনা সুরে।
এভাবেই প্রকৃতির ডাক আর ঋতুর রংঙে রঙিন হবে তুমি। বসন্তের প্রকৃতিই রাংঙিয়ে দিবে তোমার মন। প্রকৃতিই যখন অকৃপণ হয়ে ঢেলে দিচ্ছে রংঙের বাহার.... কৃত্রিম সাজের আর কি দরকার। থাকনা ওসব।
সবাই কে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা
অনেক ভালবাসা
পারিযাদ