How to Hide-Show Liked Videos and Subscriptions on YouTube (privacy) Bangla Video Tutorial

2017-02-13 9

আমাদের অনেক প্রয়োজনে আমরা YouTube এর Subscriptions সংখ্যা Hide/ Private করে রাখি আবার কখনও Show করি। এটা অনেকটা গুরুত্বপূর্ণ কাজ। তবে অনেক YouTube চ্যানেলে লক্ষ করবেন যে, Liked Videos and Subscriptions সর্বদা Hide/Private করা। কারণ যারা ঠিক মত YouTube এ কাজ করতে পারে না। তারা হিংসা করে আপনার চ্যানেল নষ্ট করার জন্য YouTube Video এর এড ক্লিক করে আপনার চ্যানেলটি নষ্ট করতে চায়। কিন্তু আপনি যদি আপনার YouTube channel এর Liked Videos and Subscriptions সর্বদা Hide/ Private করে রাখেন । তাহলে সে মনে করবে যে আপনার নতুন চ্যানেল। তাই হয়ত সে আপনার Video এর এড এ উল্টাপাল্ট ক্লিক করে নষ্ট করতে চাইবে না। কারণ ইউটি্উব একাউন্ট খুলা যত সহজ তার চেয়ে বেশি কঠিন সেই চ্যানেলটি রক্ষা করা।