পৃথিবীর সবচেয়ে বড় ৫ টি মসজিদ একবার হলেও দেখুন HD

2017-01-29 4

মুসলমানদের কাছে মসজিদ মানে হল সৃষ্টিকর্তার ঘর। শুধু নামাজ নয়, ইসলামী শাসনামলে মসজিদ থেকেই চালিত হত রাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ড।

চলুন জেনে নিই, আয়তনের দিক থেকে পৃথিবীর সেরা ৫টি মসজিদ সম্পর্কে।

১। মসজিদ-উল-হারাম : পৃথিবীর সবথেকে বড় মসজিদ হল মসজিদ-উল-হারাম। ইসলাম ধর্মের সবথেকে পবিত্র স্থান ‘কাবা’কে ঘিরে সৌদি আরবের মক্কা নগরীরতে এর অবস্থান। ৮৮.২ একর বা ৩,৫৬,৮০০ বর্গমিটার জমির ওপরে মসজিদটির অবস্থান। এই মসজিদটিতে সাধারণত একি সঙ্গে, ৯ লাখ মুসলিম নামাজ পড়ে। তবে হজের সময় এর পরিমাণ বেড়ে, কখনো কখনো ৪০ লাখে পৌঁছায়।
২। মসজিদে নববী : হযরত মুহাম্মাদ (স.) এর হাতে ৬২২ খ্রিস্তাব্দে নির্মিত হয় এই মসজিদটি। সৌদি আরবের মদিনা শহরে এই মসজিদটি অবস্থিত। মসজিদটিতে ৬ লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে।
তবে মসজিদটি হযরত মুহাম্মাদ (স.)- এর রওজা সংলগ্ন হওয়ায়, হজের সময় প্রায় ১০ লাখ মুসল্লি, একত্রে নামাজ আদায় করার রেকর্ডও রয়েছে। মসজিদের ১০টি মিনারের মধ্যে সবথেকে উঁচু মিনারটির উচ্চতা ১০৫ মিটার।
৩। হারামে ইমাম রেজা : ইরানের খোরসান প্রদেশের রাজধানী মসনদে অবস্থিত পৃথিবীর তৃতীয় বৃহত্তম এই মসজিদ। প্রায় ৩,৩১,৫৭৮ বর্গমিটার জমির ওপরে অবস্থিত এটি। মসজিদটিতে প্রায় ৫ লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে। ৮১৮ খ্রিস্টাব্দে নির্মিত এই মসজিদটির আটটি মিনার রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ মিনারের উচ্চতা ৪১ মিটার।
৪। ইস্তিকলাল মসজিদ : জনসংখ্যার দিক থেকে অন্যতম বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত, ইস্তিকলাল মসজিদটি। এটিই ইন্দোনেশিয়ার জাতীয় মসজিদ। ৯৫,০০০ বর্গমিটার জায়গা নিয়ে অবস্থিত, পৃথিবীর চতুর্থ বৃহৎ এই মসজিদটিতে প্রায় ১,২০,০০০ মুসল্লি, একত্রে নামাজ আদায় করতে পারে।

৫। মসজিদুল হাসান-আল শানী : প্রায় ২২ একর জমির ওপর নির্মিত এই মসজিদটি। এখানে ১,০৫,০০০ মুসল্লি একসঙ্গে, নামাজ আদায় করতে পারেন। মসজিদটিতে, একটি মাত্র মিনার রয়েছে, যার উচ্চতা প্রায় ২১০ মিটার।

Videos similaires