আগামীকাল (20.01.17) টঙ্গীর তুরাগ নদের পূর্বতীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ফজর নামাজের পর, আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে এ কার্যক্রম। এরইমধ্যে ১৬ জেলার মুসল্লিরা ইজতেমাস্থলে আসতে শুরু করেছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে ইজতেমা ময়দানকে ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃংখলা বাহিনী।
৪ দিন বিরতি দিয়ে শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মাঘের শীত ও কুয়াশার তীব্রতা উপক্ষো করে দলে দলে ইজতেমা মাঠে আসছেন মুসল্লিরা।
এ পর্বে ঢাকা জেলার অংশ বিশেষসহ ১৬ জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। ২৬টি খিত্তায় অবস্থান করবেন তারা।
ইজতেমা ময়দানে বিদ্যুৎ, গ্যাস, পানি ও পয়নিষ্কাশনের ব্যবস্থা নিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন।
প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বের জন্য প্রস্তুত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
১৯৬৬ সাল থেকে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। মুসল্লিদের চাপ কমাতে ২০১১ সাল থেকে বিশ্ব ইজতেমাকে দুই পর্বে বিভক্ত করা হয়।