বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে ইবাদতে মশগুল মুসল্লিরা

2017-01-14 6

ইহকালীন কল্যান ও পরকালীন মুক্তির কামনায় লাখো মুসল্লীর পদচারণায় মুখরিত ইজতেমা ময়দান। ৫২ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে শীতবস্ত্র মুড়ি দিয়ে ইজতেমায়ী কার্যক্রমে অংশগ্রহন করেছেন ধর্মপ্রাণ মুসল্লীরা। বার্ধক্য ও শীতজনিত অসুস্থতার কারণে গতরাতে আরো এক মুসল্লীর মৃত্যু হয়েছে। এনিয়ে প্রথম পর্বের ইজতেমায় মৃতের সংখ্যা হলো ৭জন।

উত্তরের হিমেল হাওয়া আর কনকনে শীত উপেক্ষা করে _ বয়ান, তাশকিল, তাসবিহ-তাহলিল ও আল্লাহ্‌র গুনগানে সময় পার করছেন ইজতেমায় আসা লাখো মুসল্লী।

১শ’ ৬০ একর জমিতে এক সামিয়ানার নিচে জমায়েত হয়েছেন নির্দিষ্ট ১৬টি জেলার পাশাপাশি প্রায় ৫০টি দেশের ধর্মপ্রাণ মুসল্লি। তাদের জন্য রয়েছে আলাদা আলাদা খিত্তা।

আগামীকাল রোববার সারা পৃথিবীর শান্তি কামনায় আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে প্রথম পর্ব। চারদিন বিরতি দিয়ে ২০জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব।