বাংলাদেশ থেকে পাটজাত পণ্য আমদানির ক্ষেত্রে নতুন করে উচ্চহারে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করেছে ভারত সরকার। যার বিরূপ প্রভাব পড়েছে বেনাপোল বন্দর দিয়ে পাট পণ্য রফতানিতে। গত কয়েকদিনে এ বন্দর দিয়ে মাত্র ২২ ট্রাক পাটজাত পণ্য রফতানি হয়েছে ভারতে। এখনো রফতানির অপেক্ষায় পাটজাত পণ্যবোঝাই অর্ধশতাধিক ট্রাক।
বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের দ্বিতীয় বৃহত্তম বাজার ভারত। কিন্তু এতে ভারতীয় পাট পণ্যে নেতিবাচক প্রভাব পরার অভিযোগ করে দেশটির ডিজিএডি অধিদফতর। পরে ভারতের রাজস্ব বিভাগ বাংলাদেশি পাট পণ্যের ওপর এন্টি-ডাম্পিং শুল্ক আরোপ করে।
এখন থেকে বাংলাদেশি কোনো প্রতিষ্ঠান ভারতে পাটের সুতা, চট ও বস্তা রফতানি করতে চাইলে প্রতি মেট্রিক টনে ১৯ থেকে ৩৫২ ডলার শুল্ক দিতে হবে। আগে এই পণ্যগুলোর মোট মূল্যের ওপর শতকরা ৪% শুল্ক আরোপ ছিল।
২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে ৯১ কোটি ৯৫ লাখ ডলারের পাট ও পাটজাত পণ্য রফতানি হযেছে। যার ২০ শতাংশ রফতানি হয়েছে ভারতে।