নিষেধাজ্ঞা অমান্য করে উপকূল সংলগ্ন নদী ও সমুদ্রে চলছে জাটকা নিধনের মহোৎসব। কোস্টগার্ডসহ আইন শৃঙ্খলারক্ষা বাহিনীর নানা পদক্ষেপেও বন্ধ করা যাচ্ছে না জাটকা ধরা। তবে জেলেরা বলছে, পুনর্বাসন কিংবা আয়ের বিকল্প আয় না থাকায় জাটকা ধরতে বাধ্য হচ্ছে তারা।
জাটকা রক্ষায় সাড়ে চার সেন্টিমিটার ছাড়া অন্য জাল ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও বেশি মাছের আশায় নিষিদ্ধ জালেই ধরছেন জেলেরা।
কোস্টগার্ড ও পুলিশের হাতে ধরাও পড়ছেন অনেকে। নিষেধাজ্ঞার সময়টাতে সরকারি সহায়তা দেয়ার দাবি মৎসজীবীদের।
বরাদ্দ না থাকায় সবাইকে সহযোগিতা দেয়া যাচ্ছে না বলে জানালেন এ মৎস্য কর্মকর্তা।
ইলিশ সম্পদ বাড়াতে গত বছরের এক নভেম্বর থেকে এ বছরের জুন মাস পর্যন্ত জাটকা ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।