কাজে আসছে না ফগ লাইট

2017-01-03 37

ঘন কুয়াশায় ফেরি চলাচল স্বাভাবিক রাখতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ৬টি ফেরিতে ফগ এন্ড সার্চ লাইট সংযোজন করা হলেও, কোনো কাজেই আসছে না তা। মৌসুমের শুরুতেই ঘন কুয়াশার কারনে প্রায় প্রতিদিনই বন্ধ থাকছে ফেরি চলাচল।

দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটের ফেরিগুলোতে গত মৌসুমে পাঁচ কোটি টাকা ব্যয়ে ফগ অ্যন্ড সার্চ লাইট সংযোজন করে বিআইডব্লিউটিসি। ঘন কুয়াশায় এগুলো কোন কাজেই আসছে না।

প্রায়ই ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। কনকনে শীতে চরম ভোগান্তিতে পোহাচ্ছেন আটকে পড়া যাত্রী ও পরিবহণ শ্রমিকরা।

এ বিষয়ে কোন কথা বলতে রাজী হননি বিআইডব্লিউটিসি’র আরিচা অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান।

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা উচ্চক্ষমতাসম্পন্ন ‘ফগ লাইট’ শুরুতে পরীক্ষামূলকভাবে ২টি ফেরীতে স্থাপনের কথা থাকলেও পরে কোন পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই লাগানো হয় পাটুরিয়া-দৌলতদিয়ার৬টি ও শিমুলিয়া-কাওড়াকান্দি রুটের ৪টি ফেরিতে।

Free Traffic Exchange

Videos similaires