দুই বাংলার মিলন মেলা

2016-12-17 2

১৯৪৭ সালে দ্বি-জাতি তত্ত্ব সীমান্তের কাঁটাতারের বেড়া বসিয়ে আলাদা করে দিয়েছে এপার বাংলা ওপার বাংলার মানুষদের। ভাষা, ঐতিহ্য ও সংস্কৃতি এক হওয়ার পরও তারা ধর্মের কারনে ভিনদেশী। তবে ভাষার জন্যই আবার দুই বাংলার মানুষ খানিকটা সময়ের জন্য একে অপরের সঙ্গে মিলে মিশে যায়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাই বাংলাদেশ-ভারত সীমান্তের কড়া বেষ্টনি শীথিল হয়ে যায়। বাঁধন হারা আবেগে একাকার হয়ে হয়ে যায় দু’বাংলার মানুষ।

ভৌগোলিক সীমারেখা ভুলে বেনাপোল ও বনগাঁও পৌরসভা উদ্যোগে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দুই বাংলার মানুষ।

উপস্থিত বাংলাদেশের আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও ভারতের পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

অন্যদিকে, দিনাজপুরের হাকিমপুরে সীমান্তের শূণ্য রেখায় দুই বাংলার মানুষ একই মঞ্চে গাইলেন ভাষা শহীদদের স্মরণে বাংলার জয়গান।

Free Traffic Exchange

Videos similaires