রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে সীমান্তে টহল জোরদার

2016-12-16 4

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলা সামরিক অভিযান থেকে বাঁচতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে রোহিঙ্গারা। এ কারণে কক্সবাজার সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। হোয়াই-কং থেকে দমদমিয়া পর্যন্ত অতিরিক্ত ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

রাখাইন রাজ্যে ১০ লাখেরও বেশি রোহিঙ্গার বসবাস, যাদের দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়নি মিয়ানমার সরকার। জাতিগত দাঙ্গায় ২০১২ সালে নিহত হয় শতাধিক রোহিঙ্গা। এরপর চলতি বছরের গত ৯ অক্টোবর নিরাপত্তা বাহিনীর একটি ঘাঁটিতে হামলার পর সেনাবাহিনী সেখানে 'ক্লিয়ারেন্স অপারেশন' শুরু করে। এতে নিহত হয় অন্তত ১শ৩০ জন রোহিঙ্গা।

নির্যাতনের হাত থেকে বাঁচতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে শত শত রোহিঙ্গা। এ অবস্থায় টেকনাফ সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি সদস্যরা।

এদিকে, রাখাইন ইস্যুতে টেকনাফ ও উখিয়ার ২টি শরনার্থী ক্যাম্পে রোহিঙ্গাদের মধ্যে যাতে উত্তেজনা সৃষ্টি না হয়, সে ব্যাপারে সরকারের নজরদারি রয়েছে বলে জানান জেলা প্রশাসক।