নরসিংদীর পাঁচদোনা-ডাঙ্গা সড়কের বেহাল দশা

2016-12-16 1

মরণ ফাঁদে পরিণত হয়েছে নরসিংদীর পাঁচদোনা-ডাঙ্গা সড়কটি। প্রতিনিয়ন দুর্ঘটনা আর সীমাহীন ভোগান্তিতে অতিষ্ঠ এ পথে চলাচলকারীরা। সবকিছু চোখের সামনে ঘটলেও সমাধানের উদ্যোগ নেই কর্তৃপক্ষের।

সদর উপজেলার পাঁচদোনা থেকে পলাশের ডাঙ্গা পর্য্ন্ত আঞ্চলিক সড়কটির দৈর্ঘ্য ২১ কিলোমিটার। ঘোড়াশাল ও ডাঙ্গা এলাকায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের অবস্থান ও পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলায় যোগাযোগের জন্য এ সড়কটি খুবই গুরুত্বপূর্ণ।

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটির প্রায় সব অংশের পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই জনদুর্ভোগ বেড়ে যায় কয়েকগুন।

সম্প্রতি ডাঙাকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য সড়কটি ১২ থেকে ৩০ ফুট করার পরিকল্পনা নেয়া হয়েছে। তারপরও নেই কোন দৃশ্যমান উদ্যোগ।