অস্তিত্ব সংকটে সাতক্ষীরার প্রাণ সায়েরের খাল

2016-12-16 2

এক সময়ে সাতক্ষীরার প্রান বলে খ্যাত প্রাণ সায়েরের খাল, বর্তমানে অস্তিত্ব সংকটে। ময়লা আবর্জনা ফেলার কারণে এটি এখন মৃতপ্রায়। পঁচা দুর্গন্ধে টেকা দায় নগরবাসীর। পানি নিস্কাশন না হওয়ায় জেলাবাসীর জন্য খালটি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।

জেলা শহরের মধ্যদিয়ে বয়ে গেছে প্রাণ সায়েরের খাল। এক সময় এ পানি পথেই দেশ-বিদেশের ব্যবসায়ীরা আসতেন লঞ্চ স্টীমারে। কালের আবর্তে এখন তা শুধুই অতীত।

অব্যবস্থাপনার কারণে আজ পরিনত হয়েছে মরা খালে। অপরিকল্পিতভাবে দুই মুখে নির্মান করা হয়েছে স্লুইজ গেট। দু’পার দখল করে গড়ে উঠেছে নানা স্থাপনা।

শহরের পানি নিস্কাশনের অন্য আর কোন ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতেই নিম্নাঞ্চলে দেখা দেয় জলাবদ্ধতা।

সরকার জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় কোটি টাকা খাল সংস্কারের জন্য বরাদ্দ দিলেও নাম মাত্র কাজ হয়েছে।