নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। দুপুরে (15.12.2016) নারায়ণগঞ্জ ক্লাবে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশ দেন তিনি। সুষ্ঠু নির্বাচনে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান, প্রার্থীরা।
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে মতবিনিময় করতে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠকে যোগ দিয়ে নির্বাচন নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন প্রার্থীরা।
দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ভয়-ভীতি দেখানো হচ্ছে বলে, সভায় অভিযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
তৃতীয় পক্ষ নির্বাচনে যাতে প্রভাব বিস্তার করতে না পারে, সেজন্য কমিশনকে সজাগ থাকার আহ্বান জানান আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভি।
কোনো ধরণের পক্ষপাতিত্ব না করে যেকোনো ধরণের বিশৃঙ্খলা মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।