নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী। সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে মেয়র প্রার্থীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে, বহিরাগতদের বের করে দেয়ার দাবি আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভী আর সেনা মোতায়েনের দাবি জানান বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান।
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে মেয়র প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনার জাবেদ আলী। এ সময়, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নারায়ণগঞ্জ থেকে অস্ত্রধারী সন্ত্রাসী ও বহিরাগতদের বের করে দেয়া, সেনা মোতায়েনসহ নানা দাবি জানান প্রার্থীরা।
নির্বাচন কমিশনার জানান, সিটি নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেয়া হয়েছে।
https://www.youtube.com/watch?v=T3uS0R1QCU0