লালন স্মরণোৎসবের শেষ দিন

2016-12-04 2

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় মরমি সাধক ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়িতে চলা ৩ দিনের লালন স্মরণ উৎসবের শেষ দিন আজ। দেশ-বিদেশের ভক্ত অনুরাগী আর দর্শনার্থীদের ভিড়ে জমজমাট উৎসবস্থলে বিষাদের সুর। আখড়াবাড়ি ছাড়তে শুরু করেছেন সাধু ভক্তরা। তবে গ্রামীন মেলা চলবে আরো কয়েক দিন।

বিদায়ের সুর বাজতে শুরু করেছে ছেঁউড়িয়ার লালন আখড়ায়। ফিরতে শুরু করেছেন বাউল-সাধকরা। নিয়ে যাচ্ছেন সাঁইজির দর্শন আর বাণী।

সঙ্গীতের ভাষায় যিনি বলেছেন আত্নশুদ্ধির কথা, নাড়া দিয়েছেন চিন্তার জগৎ। বছর জুড়ে চলবে তারই বিস্তার। পাওয়া-না পাওয়ার হিসাবের চেয়ে যেখানে মুখ্য- মানুষের কল্যাণ।

এদিকে, লালন স্মরণ উৎসব উপলক্ষ্যে বসেছে গ্রামীন মেলা। সেখানে নানা রকমের পসরা সাজিয়ে বসেছে দোকানীরা।

১৯২৭ সালের পহেলা কার্তিক ফকির লালন সাঁই দেহ ত্যাগ করেন। সেই দিনটিকে স্মরণে প্রতি বছর তার ভক্ত-অনুসারিরা মিলিত হন ছেউড়িয়ার আখড়া বাড়িতে।

Videos similaires