অনিয়মই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে। দুর্নীতির আখড়ায় পরিনত এ প্রতিষ্ঠানে সেবা নিতে আসা সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। দালালের মাধ্যম আর অতিরিক্ত টাকা ব্যয় ছাড়া কোন কর্মই সফল হয় না। তবে এসব অভিযোগ মানতে নারাজ সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তারা।
ভালো আয়ের আশায় প্রতিবছর জেলার অনেক বেকার যুবক চাকুরির সন্ধানে বিদেশে পাড়ি দেন। বিদেশ যাত্রার প্রথম ধাপ, পাসপোর্ট করতে গিয়ে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয় তাদের।
আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যে কোনটিতেই সাধারণ পাসপোর্টে সরকারী খরচ সাড়ে তিন হাজার আর জরুরী পাসপোর্টে ৭ হাজার টাকা। কিন্তু এখানে গুনতে হয় তার দ্বিগুন অর্থ।
তবে এসব অভিযোগ অস্বীকার করেন পাসপোর্ট অফিসের কর্মকর্তারা।