ব্লাষ্ট রোগের কারনে, দেশের দক্ষিনের সাত জেলার কৃষকদের গম চাষ থেকে বিরত থাকতে বলেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে এমন আদেশ জারির আগে কৃষি উন্নয়ন কর্পোরেশনের দেয়া বীজ রোপণ করে যারা এই ফসল আবাদ করেছেন তারা পড়েছেন বিপাকে। এবারও লোকসানের শঙ্কা উঁকি দিয়েছে তাদের মনে।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের ক্ষতিকর ছত্রাকজনিত ব্লাস্ট রোগ বাংলাদেশের গম ক্ষেতগুলোতে জেঁকে বসে। এ রোগ হলে প্রথমে শীষের মাথার অংশ সাদা হয়, পরে পুরোটা শুকিয়ে কালচে রং ধারণ করে। এরপর থাকেনা কোন দানা।
গত বছর লোকসানের পর কুষ্টিয়া, যশোর, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, বরিশাল ও ভোলার প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে গম চাষে বিরত থাকার পরামর্শ দেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
কিন্তু সে পরামর্শ না মেনেই কৃষকদের মধ্যে বীজ বিতরণ করে কৃষি উন্নয়ন কর্পোরেশন।
এ সম্পর্কে ডিলারদের কিছু জানানো হয়নি বলে অভিযোগ তাদের।
এজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিএডিসি’র সমন্বয়হীনতা দুষলেন কৃষকরা।
দেশে মোট চাহিদার প্রায় ৪০ ভাগ গমের একটি বড় যোগান আসে এই সাত জেলা থেকে।