তীরুর সাথে ফারিয়ার কোন দিক থেকেই কোন মিল নেই। কিন্তু তবুও এমন কিছুতে শেষ পর্যন্ত মিল চলে এলো যা ওলোটপালট করে দিতে পারে অনেক কিছুই। তবে কার সাথে তৈরি হবে আশফাকের কাছে আসার সাহসী গল্প?
গোলাম কিবরিয়া ফারুকী পরিচালিত, জেনি, শাহতাজ ও তাহসান অভিনীত, রিয়াজুল আলম শাওনের লেখা নাটক "চিনিগুঁড়া প্রেম" দেখতে চোখ রাখো আগামী ১৪ ফেব্রুয়ারি রাত ৮টা ৪৫ মিনিটে শুধুমাত্র বাংলা ভিশনের পর্দায়।