আবারো সংগঠিত হওয়ার চেষ্টায় জেএমবি

2016-10-04 2

২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আত্মপ্রকাশ করে জেএমবি। বেশ কিছু হামলার পর সংগঠনটিকে নিষিদ্ধ করে সরকার। বিভিন্ন মামলায় এরইমধ্যে সংগঠনের প্রধান শায়েখ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাইসহ ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সে সময় নীলফামারীতে ৩০ জনকে চিহ্নিত করে মামলা করে পুলিশ। তাদের মধ্যে ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা, ৭ জনকে খালাস দিলেও ১২ জন সম্পর্কে এখনো কোন তথ্য নেই পুলিশের কাছে।

সম্প্রতি জেলা থেকে এ সংগঠনের বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তারের মধ্যদিয়ে তাদের সক্রিয়তা নজরে আসে পুলিশের। জিজ্ঞাসাবাদে পাওয়া যায় চাঞ্চল্যকর তথ্য।

এদিকে, জনগনের নিরাপত্তার স্বার্থে জঙ্গীদের কঠোর হস্তে দমনের দাবি স্থানীয়দের।

Videos similaires