টঙ্গীতে কারখানায় বয়লার বিস্ফোরণে নিহত ২৪

2016-09-16 3

গাজীপুরের টঙ্গীতে টাম্পাকো ফয়েল কারখানায় আগুনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। আহত হয়েছে বেশ কয়েকজন। হতাহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আগুনের তীব্রতায় ভেঙে পড়েছে ভবনের একাংশ।

টঙ্গীর বিসিক শিল্পনগরী চার তলা ভবনের একটি প্যাকেজিং কারখানায় নাইট ডিউটি শেষে বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিল প্রায় ২শ’ শ্রমিক। সকালের শিফটের কিছু লোকও কারখানায় প্রবেশ করছিল। এ সময় হঠাৎ বয়লার বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো ভবন। দাহ্য পদার্থ থাকায় কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।

বেশ কয়েকজন দ্রুত বের হতে পারলেও, বুঝতে না পেরে আটকা পড়ে অনেকে। আগুনের তীব্রতায় এক সময় ধ্বসে পড়ে পুরো ভবনটি। ছড়িয়ে পড়ে পাশের একটি ভবনেও।

ভিতরে আটকা পড়া শ্রমিকদের উদ্ধার ও আগুন নিয়ন্ত্রনে কাজ করে ফায়ার সার্ভিসের ২৫টি টিম। হতাহতদের টঙ্গী হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার ও আহতদের ১০ হাজার টাকা প্রদানের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।