এখনো ঈদের আমেজ কাটেনি অনেকের। পরিবার পরিজন নিয়ে অনেকে ভীড় করেছেন বিনোদন ও পর্যটন কেন্দ্রে। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছেন ঈদ আনন্দ।
ব্যস্ত নাগরিক জীবনে ঈদে মেলে কয়েকদিনের ছুটি। সেই ছুটি কাটাতে পরিবার পরিজন নিয়ে রাজধানীর পাশে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম, ওয়াটার কিংডমের মতো বিনোদন পার্কগুলোতে এসেছেন অনেকেই।
নাগরিক জীবনের একঘেমেয়ি দূর করতে নানা বয়সী মানুষের উপচে পড়া ভীড় ছিল টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়ার রাজবাড়িতে। শুধু ঘুরে বেড়ানো নয় দেশের ইতিহাস সম্পর্কে জানতে পেরে খুশী দর্শনার্থীরা।
শহর ছেড়ে দূরে প্রকৃতির কাছাকাছি নরসিংদীর মাধবদীর ড্রিম হলিডে পার্ক। সেখানে নানা বয়সী মানুষের পদভারে মুখর এ বিনোদন কেন্দ্রটি।
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিখ্যাত নীলাচল, নীলগিরি, শৈলপ্রপাত, বগালেক, মেঘলাসহ বান্দরবানের বিভিন্ন স্পটে ছিল পর্যটকদের সরব উপস্থিতি।
বিস্তির্ণ পাহাড়, আকাশ, ঝর্ণাধারাসহ নজরকাড়া পর্যটন স্পটগুলো কাছে টানছে প্রকৃতি প্রেমীদের। দীগন্ত ছোঁয়া মনোরম দৃশ্য দেখে খুশি তারা।