Shei kotha bola holona l সেই কথা বলা হলো না l আবৃত্তি: মাহিদুল ইসলাম

2016-09-16 7

কবিতা: সেই কথা বলা হলো না। কবি: দাউদ হায়দার। আবৃত্তি শিল্পী: মাহিদুল ইসলাম।

বসন্ত দিনে আমাদের দেখা হয়নি
বসন্ত দিনে আমাদের বিচ্ছেদ হলো
আমার ও অরুণার প্রেম ছিল
সিংহের কেশরের মত গুরু গম্ভীর

সেই কথা বলা হলো না
আমার ও অরুণার প্রেম ছিল
ভারত ও বাংলাদেশের সীমান্ত নদীর মতন ভয়াবহ
- উশৃঙ্খল
আমার ও অরুণার প্রেম ছিল
সেই কথা বলা হলো না!
পোকারুর পাহাড়ে উঠে দেখেছি শুন্যতা
আমাকে লিখেছে কাব্যিক বর্ণনা
পুরীর সমুদ্র তীরে বেড়াতে গিয়ে শুনেছি-
জলের নিঃস্বন
আমাকে লিখেছে হিংস্রতা
বালুকা বেলার ঘটনা
বিদেশী পর্যটকদের রোদ্র স্নান, নিশীকাড়া
লিখেছে তোমার কথা খুব মনে পড়ছে
শরীল ভালতো?
নরেশ গুহ গত ক্লাসে বদলেয়ারের কবিতা ব্যাখ্যা করেছেন
বুদ্ধ দেব অনুদিত প্রিয়তমা সুন্দরী-তমারে
এবারের বসন্ত উৎসবে আমি কোথাও যাইনি
সারা দিন ঘরেই শুয়ে ছিলাম
দেখেছি প্রজাপতি,
দেখেছি মাছি ও টিকটিকির সঙ্গম প্রণালী
তুলনা মূলক-
আমার ও অরুণার প্রেম ছিল
সিংহের কেশরের মত গুরু গম্ভীর
আমার ও অরুণার প্রেম ছিল
সেই কথা বলা হলো না
বসন্ত দিনে আমাদের দেখা হয়নি
বসন্ত দিনে আমাদের বিচ্ছেদ হলো