মীর কাসেম আলীর গায়েবানা জানাজায় জনতার ঢল

2016-09-05 17

বাংলাদেশ থেকে ইসলামী নেতৃত্বকে নির্মুল করতে এবং প্রতিবেশী দেশ এদেশকে তাদের করদরাজ্যে পরিণত করতে গোপন নীলনকশা মোতাবেক একে একে বাংলাদেশের ইসলামী নেতৃবৃন্দকে মিথ্যা ও বানোয়াট অভিযোগে হত্যা করা হয় এবং হচ্ছে। তারই ধারাবাহিকতায় মীর কাসেম আলীকেও মিথ্যা বিচারের মাধ্যমে ফাঁসির মাধ্যমে হত্যা করে বাংলাদেশের জালিম সরকার।

Videos similaires