চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট

2016-08-28 1

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা চিকিৎসকরা প্রায়ই অনুপস্থিত থাকেন বলে অভিযোগ উঠেছে। চিকিৎসা নিতে আসা রোগীরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও কাঙ্খিত সেবা না পেয়ে হতাশ।

শিবগঞ্জ উপজেলার প্রায় পৌনে চার লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে ২০০৯ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নিত করা হয়। এতে ২০ জন চিকিৎসকের পদ থাকলেও ৬টি শূণ্য। ১৪ জন চিকিৎসক নিয়োগ থাকলেও তারা রোগী দেখেন প্রাইভেট চেম্বার ও বিভিন্ন ক্লিনিকে।

এতে করে সেবা বঞ্চিত হওয়ার পাশাপাশি রোগীরা পোহাচ্ছেন ভোগান্তি।

অভিযোগ স্বীকার করে এব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা বললেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

Free Traffic Exchange

Videos similaires