বেনাপোল সীমান্তে চোরাচালান

2016-08-28 1

সামনেই কোরবানির ঈদ। তাই অন্য সময়ের মতো অন্যান্য পণ্যের সাথে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে চলছে গরু চোরাচালান। তবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর দাবি, বিভিন্ন সময় চোরাচালানের সঙ্গে জড়িত আটক ব্যক্তিদের আইনের আওতায় আনায় তা অনেকটাই কমে এসেছে।

শার্শা উপজেলার ২৩ কিলোমিটার এলাকাজুড়ে ৩৫টি সীমান্ত রয়েছে বাংলাদেশ-ভারতের। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখের আড়ালে এসব পথে চোরাকারবারীরা গরু, স্বর্ণ, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন পণ্য পাচার করে আসছে। এ অবস্থায় সীমান্তে আরো কঠোর সতর্ক প্রহরার দাবি এলাকাবাসীর।

সীমান্তগুলোতে চোরাচালান বন্ধে খুলনার ২১ ও যশোরের ২৬ বিজিবি, বেনাপোল পোর্ট থানা এবং শার্শা পুলিশ নজরদারি বাড়ানোর পাশাপাশি টহল জোরদার করেছে।

আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় মানবপাচারের পাশাপাশি গরু ও মাদকসহ অন্যান্য পণ্যের চোরাচালান অনেক কমে এসেছে বলে দাবি এই বিজিবি কর্মকর্তার।