উত্তর আর উত্তর পূর্বাঞ্চলের প্রধান প্রধান নদ নদীতে পানি বেড়েই চলেছে। প্রতিদিনই তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। এতে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। খাবার ও বিশুদ্ধ পানির অভাবে চরম ভোগান্তি পোহাচ্ছেন লাখ লাখ পানিবন্দি মানুষ।
এক সপ্তাহেরও বেশি সময় ধরে পানিবন্দি উত্তরের জনপদ গাইবান্ধার লাখো মানুষ। এখনও বিপদসীমার ওপর বইছে নদ-নদীর পানি, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।
জামালপুরে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়ার কারণে পানিবন্দী হয়ে মানবেতর দিন কাটাচ্ছে ৬ উপজেলার প্রায় দুই লাখ মানুষ। বন্ধ করে দেয়া হয়েছে ২ শ’ শিক্ষা প্রতিষ্ঠান।
বন্যার পানিতে প্লাবিত হয়েছে কুড়িগ্রামের ৫৬টি ইউনিয়নের ৭১৯টি গ্রাম। তলিয়ে গেছে ফসলের মাঠ। হাজার হাজার পুকুর দীঘি তলিয়ে যাওয়ায় ভেসে গেছে কোটি টাকার মাছ ও পোনা।
সিরাজগঞ্জে ৫টি উপজেলার ৩৫টি ইউনিয়নের ২ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বিশুদ্ধ পানি ও খাবার সংকটে বেড়েই চলছে দুর্ভোগ।
অপরিবর্তিত রয়েছে ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুরের বন্যা পরিস্থিতি। অনেকেই আশ্রয় নিয়েছেন স্কুল কিংবা উচু রাস্তায়।