মাত্র এক রাতে অকল্পনীয় ত্বক ফর্সা করার উপায়!
গ্রীষ্মের তাপদাহে সকলে অস্থির। এতে আমাদের শরীরের সাথে সাথে ত্বকের অনেক ক্ষতিসাধন হচ্ছে। রোঁদের তাপে ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে যাচ্ছে। হাত ও পায়ের ত্বকে যেন কালও রংয়ের আলাদা চামড়া যুক্ত হয়েছে। তবে মাত্র এক রাত চর্চা করলেই আপনি ত্বকের সেই কালও দাগ দূর করতে পারবেন। কিন্তু তা কীভাবে? আসুন জেনে নেয়া যাক-
প্রয়োজনীয় উপকরণ:
১. দই
২. ময়দা
৩. মধু
পদ্ধতি:২ টেবিল চামচ দইয়ের সাথে ১ টেবিল চামচ ময়দা ও ১ টেবিল চামচ মধু ভালভাবে মিশিয়ে নিন। এবার, এই মিশ্রণ আপনার হাত ও পায়ের কালো স্থানে লাগিয়ে রাখুন। এভাবে ১৫ মিনিট লাগিয়ে রাখার পর আলতো করে ঘষে ধুয়ে ফেলুন। এতে আপনার ত্বকের সকল দাগ দূর হবে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
Please follow my channel