ঈদে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভীড়

2016-07-09 2

বিনোদন প্রেমীদের আগমনে প্রাণবন্ত হয়ে উঠেছে সাভারের ফ্যান্টাসী কিংডম। হাজারো মানুষের ঢল নামে মেহেরপুরের মুজিবনগর আম্রকানন ছাড়াও জয়পুরহাট ও পিরোজপুরের বিনোদন কেন্দ্রগুলোতে।

ঈদের ছুটিতে দর্শণার্থীদের উপচেপড়া ভীড় আশুলিয়ার ফ্যান্টাসী কিংডমে। শিশুসহ সব বয়সী বিনোদন প্রেমীদের জন্য বিভিন্ন রকমের রাইডগুলোও ছুটে চলছে আপন গতিতে। উঠতি বয়সী তরুন-তরুনীদের উপস্থিতিতে ওয়াটার কিংডম হয়ে ওঠে প্রাণবন্ত।

প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে মুজিবনগর আম্রকাননে ছিল হাজারো মানুষের ঢল। শুধু ঘুরে বেড়ানো নয়, স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানতে পেরে খুশি দর্শনার্থীরা।

জয়পুরহাটের শিশু উদ্যানে ছিল নানা বয়সী মানুষের ভীড়। নানা ধরনের রাইডের পাশাপাশি রয়েছে নৌ ভ্রমণের ব্যবস্থাও।

ঈদের আনন্দে মেতে উঠেছে পিরোজপুরবাসীও। বিভিন্ন বিনোদন কেন্দ্রে এখন উপচে পড়া ভীড়।