Dhaka Gulshan Terrorist Attacked in Restaurant - Bangla Real News
জিম্মি উদ্ধারে যৌথ অভিযান সম্পন্ন - Bangla Real News
রাজধানীর গুলশানের ৭৯ নম্বর রোডের হলি আর্টিজান বেকারিতে পুলিশের সাথে ‘সন্ত্রাসীদের’ গোলাগুলির ঘটনা ঘটেছে। বন্দুকধারীরা বেকারির ভেতরে বেশ কয়েকজনে জিম্মি করে রেখেছে, যাদের মধ্যে ৮-১০ জন বিদেশী নাগরিকও আছেন বলে জানা গেছে।
শুক্রবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত গুলিতে বনানী থানার ওসি সালাউদ্দিন নিহত হয়েছেন, দুই পুলিশ কনস্টেবলসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহতরা হলেন পুলিশ কনস্টেবল প্রদীপ ও কনস্টেবল আলমগীর ও পথচারী আবদুর রাজ্জাক। তাঁদের ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। গুলশান জোনের উপ-কমিশনারের (ডিসি) নেতৃত্বে পুলিশ সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছে।
ওই বেকারির সুপারভাইজার সুমন রেজা সাংবাদিকদের বলেছেন, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ৮ থেকে ১০ জন অস্ত্রধারী সেখানে হামলা চালায়। তিনি জানান, ‘আল্লাহু আকবার বলে তারা ঢুকে পড়ে। এরপর একের পর এক বোমা ফাটাতে শুরু করে।’
রাজধানীর গুলশানের ৭৯ নম্বর রোডের হলি আর্টিজান বেকারিতে পুলিশের সাথে ‘সন্ত্রাসীদের’ গোলাগুলির ঘটনা ঘটেছে। বন্দুকধারীরা বেকারির ভেতরে বেশ কয়েকজনে জিম্মি করে রেখেছে, যাদের মধ্যে ৮-১০ জন বিদেশী নাগরিকও আছেন বলে জানা গেছে।
শুক্রবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত গুলিতে বনানী থানার ওসি সালাউদ্দিন নিহত হয়েছেন, দুই পুলিশ কনস্টেবলসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে - Bangla Real News