রমরমা চাঁপাইনবাবগঞ্জের আম বাণিজ্য

2016-06-25 23

পাকা রসালো আর সুস্বাদু মিষ্টি আমে ছেয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জের আম বাজারগুলো। হিমসাগর, ল্যাংরাসহ নানা জাতের আম নিয়ে বাজারে হাজির হয়েছেন ব্যবসায়ীরা। এখান থেকে আম যাচ্ছে বিভিন্ন জেলায়। এই আম বাণিজ্যকে ঘিরে জেলার অর্থনীতিও এখন চাঙ্গা।

গেলো বছর চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২৩ হাজার হেক্টর জমি থেকে আম আবাদ হলেও এবার হয়েছে সাড়ে ২৪ হাজার হেক্টর জমিতে। ভালো ফলনের পাশাপাশি বাজার মূল্য বেশী হওয়ায় খুশি বাগানী ও ব্যবসায়ীরা।

গোপালভোগ, ক্ষিরসাপাতি, বৃন্দাবনিসহ নানা জাতের আম প্রতিদিন বিভিন্নস্থানে পাঠাচ্ছেন জেলার প্রায় শতাধিক পাইকার।

আমাবাগানকে ঘিরে জেলার পাঁচ উপজেলার প্রায় এক লাখ মানুষের খন্ডকালিন কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় আমের মোকাম কানসাটে রয়েছে প্রায় ৫শ আড়ত। সেখানে প্রতিদিন ২১ কোটি টাকার আম বিক্রি হচ্ছে।

দেশের ৮০ ভাগ আমের প্রয়োজন মেটে চাঁপাইনবাবগঞ্জ থেকে।

Youtube Link :: https://www.youtube.com/watch?v=vaDVemxyr2Y