'KI JALA DIA GELA MORE by HRIDOY KHAN, VDO Director- RipOn Khan

2016-06-03 11

কি জালা দিয়ে গেলা মোরে, নয়নের কাজল পরানের বন্ধুরে , না দেখিলে পরান পোড়ে
কি দুঃখ দিয়ে গেলা মোরে, নয়নের কাজল পরানের বন্ধুরে, না দেখিলে পরান পোড়ে
না দেখিলে পরান পোড়ে


না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালকের উপরে
সিথির সিন্দুরে রাখিব বন্ধুরে, সিথির সিঁদুরে রাখিব বন্ধুরে, , ভিড়িয়ে রেশম ডরে, ভিড়িয়ে রেশম ডরে


বন্ধু পরবাসী, পরের ঘরে আসি, এত ঘুমে কেন ধরে
ও . বন্ধু পরবাসী, পরের ঘরে আসি, এত ঘুমে কেন ধরে
কয়লা করে ধ্বনি, পহায়লো রজনী,কয়লা , করে ধ্বনি, পহায়লো রজনী,
না ডাকি ননদিনীর ডরে


নারীর প্রেম গাছে , কি টানা কইরাছে, বস্র খসি খসি পড়ে
কহে অস্কর আলী, সাধু শত জানি, কহে অস্কর আলী, সাধু শত জানি,

উদাসী বানাইল মোরে, উদাসী বানাইল মোরে