সীমানা বিরোধে ১০ স্কুলে তালা

2016-05-26 1

নোয়াখালীর হাতিয়া ও লক্ষ্মীপুরের রামগতির সীমান্ত বিরোধ নিয়ে দুই সপ্তাহ ধরে তালা ঝুলছে দশটি প্রাথমিক বিদ্যালয়ে। সন্তানের শিক্ষা জীবন নিয়ে উদ্বিগ্ন অভিভাবক। প্রশাসন এ ব্যাপারে কোন উদ্যোগ নিচ্ছে না বলেও অভিযোগ স্থানীয়দের।

নোয়াখালীর হাতিয়া ও লক্ষ্মীপুরের রামগতি অংশজুড়ে রয়ারচর। দুই উপজেলার লোকজনই দীর্ঘদিন ধরে চরটি নিজেদের বলে দাবি করে আসছে। কিন্তু প্রশাসনিকভাবে কোন সমাধান না পাওয়ায় চরগাজী ইউনিয়নের লোকজন বন্ধ করে দেয় দশটি বিদ্যালয়।

দুই সপ্তাহেরও বেশী সময় বিদ্যালয় বন্ধ থাকায় আড়াই হাজার শিক্ষার্থী প্রথম সাময়িক পরীক্ষায় অংশ নিতে পারেনি।

শিশুদের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা।

বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা বললেন নোয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা।

Videos similaires