নীলফামারীর কাঠালতলী উচ্চ বিদ্যালয়ে খোলা আকাশের নিচে পাঠদান

2016-04-23 3

শিক্ষা বিস্তারে সরকার বিশেষ গুরুত্ব দিলেও কর্তৃপক্ষের উদাসীনতায় চরম অযত্ন-অবহেলায় রয়েছে নীলফামারীর ডোমারের কাঠালতলী উচ্চ বিদ্যালয়। চরাঞ্চলের বিদ্যালয়টিতে নেই প্রয়োজনীয় শ্রেণীকক্ষ ও আসবাবপত্র। বাধ্য হয়েই তাই খোলা আকাশের নিচেই চলছে পাঠদান।

জেলার ডোমার উপজেলার কাঠালতলী। এক সময় গ্রামটির চারদিকে ১২ কিলোমিটারের মধ্যে কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। স্থানীয়দের উদ্যোগে ২০০০ সালে প্রতিষ্ঠিত হয় কাঠালতলী প্রাথমিক বিদ্যালয়। শুরুতে শিক্ষার্থী কম থাকলেও এ সংখ্যা এখন প্রায় ৫’শ। সরকারিকরণ হলেও ভবন ও শ্রেণীকক্ষের অভাব কাটছে না কিছুতেই।

কি শীত, কি রোদ-বৃষ্টি... সবকিছু উপেক্ষা করে খোলা আকাশের নিচেই চলছে পাঠদান। দিনের পর দিন এভাবে ক্লাস করতে গিয়ে অসুস্থও হয়ে পড়ছে, অনেক শিক্ষার্থী।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে মেলেনি কোন ফল।

আর বরাবরে মতো আশার বাণী শোনালেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা।