গাজীপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের উর্ব্ধগতি

2016-04-02 3

কাঁচা বাজারে পণ্যের লাগাহীন উর্ব্ধগতিতে নাভিশ্বাস উঠছে গাজীপুরবাসীর। বৃষ্টির অজুহাতে গত দু’দিনে সব ধরণের পণ্যের দাম কয়েকগুন বাড়িয়েছে ব্যবসীয়রা। এতে বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা।

দু’দিনের ব্যবধানে জেলার চান্দনা চৌরাস্তা কাচাবাজার, শামসুদ্দিন সরকার কাচাবাজার, তেলীপাড়া কাচা বাজারে কাচা মরিচ, করলা ও পেয়াজসহ নিত্যপণ্যের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। বয়লার মুরগীর দাম প্রতি কেজিতে বেড়েছে ১৫ থেকে ২০টাকা। ইলিশ বিক্রি হচ্ছে ২৫শ টাকা কেজি।

আমদানি কম হওয়ায় দাম বাড়ার কথা বলছেন বিক্রেতারা।

আর দাম নিয়ন্ত্রনে বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের।