সংঘাত-সহিংসতার মধ্য দিয়ে শেষ হয়েছে দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ। সহিংসতায় আজ বৃহস্পতিবার সারাদেশে অন্তত ছয়জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজধানীর অদূরে কেরানীগঞ্জে সংঘর্ষের মধ্যে পড়ে এক শিশু নিহত হয়েছেন।
এ ছাড়া চট্টগ্রামের স্বন্দ্বীপে তিনজন এবং যশোর ও জামালপুরে একজন করে নিহত হয়েছেন।
সহিংসতায় সারাদেশে কমপক্ষে দুই শতাধিক আহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে অন্তত ২৫ জন গুলিবিদ্ধ হয়েছেন।
এর আগে ২২ মার্চ প্রথম দফা নির্বাচনের দিন সহিংসতায় ১২ জন নিহত হয়েছিল।