৬ দিন পেরিয়ে গেলেও, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। এতে হত্যাকাণ্ডের বিচার নিয়ে শঙ্কিত নিহতের স্বজনরা। তবে, জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতার আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
অকালে সন্তান হারানোর বেদনায় ঢুকরে কাঁদছেন সোহাগী জাহান তনুর বাবা-মা। কখনো যাচ্ছেন মূর্ছা।
নৃশংস হত্যাকান্ডের কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি হত্যার রহস্য। এ নিয়ে শংকিত পরিবারের লোকজন।
জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনকে সবধরনের সহযোগিতা করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।
গত ২০ মার্চ, কুমিল্লার ময়নামতি সেনানিবাসের অভ্যন্তরে অলিপুর এলাকায় একটি কালভার্টের নিচ থেকে ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু'র মৃতদেহ উদ্ধার করা হয়।