শেরপুরে বন্য প্রাণীর আক্রমণ

2016-02-18 20

সীমান্তে কাঁটা তারের বেড়া, খাদ্যাভাব আর বনভূমি উজাড়ের কারণে ভারতের মেঘালয় সীমান্তবর্তী বাংলাদেশের শেরপুরে লোকালয়ে ঢুকে পড়ছে হাতি, বাঘসহ বন্য প্রাণী। আতঙ্কিত গ্রামবাসীদের হাতে গত ৫ বছরে মারা গেছে অন্তত ২৩ বণ্যপ্রাণী। মানুষ মারা গেছে অন্তত ২৬ জন।
গারো পাহাড়ের কোলঘেষা শেরপুর জেলার ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী। এই সীমান্তবর্তী বনাঞ্চলে অবাধ বিচরণ কয়েক প্রজাতির বাঘ, হাতি, শুকর, শিয়াল, অজগরসহ নানা বন্যপ্রাণীর। তবে বিনা পাসপোর্ট ভিসায় এদের সীমান্ত পারাপরে বাধ সেধেছে বিএসএফ।
এদিকে যুগের পর যুগ গাছ কেটে বনের ভেতরই চাষাবাদ আর বসতি গড়ে তোলায় কমেছে বন্যপ্রাণীর আবাস আর খাবার। তাই জীবন বাঁচাতেই খাবারের সন্ধানে লোকালয়ে হানা দেয়া। ফসল আর গবাদী পশুর পাশাপাশি আক্রমণের শিকার হচ্ছে মানুষও।
প্রাণীদের বনছাড়া করার পর দখলদার মানুষেরা এবার অবাধে চালিয়ে যাচ্ছে এসব প্রাণী নিধন।
গত ১৮ বছরে বন্য প্রাণীর আক্রমনে এসব এলাকার শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। পাশাপাশি বনভূমি ও বন্যপ্রাণী সংরক্ষণে সরকারি উদ্যোগের দাবি স্থানীয়দের।