উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় আইলা'র প্রভাব

2016-02-09 1

২৫-০৫-২০১৪
ভালো নেই, সর্বনাশা আইলার আঘাতে লন্ডভন্ড হয়ে যায় উপকূলী এলাকার মানুষ। ২০০৯ সালে ২৫ মে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় আঘাত হানে প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় আইলা। প্রায় ১৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসা ঝড় নিমিষেই উড়িয়ে দেয় সব কিছু। ১৪ থেকে ১৫ ফুট উঁচু জলোচ্ছ্বাস ভাসিয়ে দেয় ঘর-বাড়ি। মুহুর্তেই বিরান ভূমিতে পরিনত হয় বিস্তীর্ণ এলাকা, ফসলি জমি। দু;স্বপ্নের সেই কালো রাতে প্রায় সাড়ে ৩শ’ মানুষ মারা যায়। পাঁচ বছর পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্তদের দূর্ভোগ এখনো কাটেনি।

দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় ২০০৯ সালে ২৫ মে আঘাত হানে প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় আইলা। প্রায় ১৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসা ঝড় নিমিষেই উড়িয়ে দেয় সব কিছু। ১৪ থেকে ১৫ ফুট উঁচু জলোচ্ছ্বাস ভাসিয়ে দেয় ঘর-বাড়ি। মুহুর্তেই বিরান ভূমিতে পরিনত হয় বিস্তীর্ণ এলাকা, ফসলি জমি।

উপকুলের বেড়িবাঁধ ভেঙ্গে সাগরের লোনা জলে তলিয়ে যাওয়ায়, খাবার পানির জন্য এখনো অনেক গ্রামবাসীকে ছুটতে হয় মাইলের পর মাইল।


নিম্নমানের ঘর আর তা বরাদ্দে দূর্নীতির কারনে পনর্বাসিত অনেকের মাঝেই বিরাজ করছে চাপা ক্ষোভ।

আশ্বাস আর প্রতিশ্রুতির বাণী, ৫ বছর ধরে শুনছে এখানের ক্ষতিগ্রস্ত মানুষেরা। এখনও নির্মিত হয়নি পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র।


আইলায় ধ্বংসস্তুপে পরিনত হওয়া এ জনপদের মানুষ, তবু বুকভরা আশায় অপেক্ষার প্রহর গুনছে, কবে আসবে জীবনের নিরাপত্তা।

Videos similaires