সুন্দরবনে কমছে বাঘের সংখ্যা

2016-02-06 9

05-02-2016
বাংলাদেশের গর্বের প্রতিক বিগ ক্যাট রয়েল বেঙ্গল টাইগার। কিন্তু গত একদশকে বাঘের সংখ্যা নেমে এসেছে চার ভাগের এক ভাগে। দেশে এখন বাঘ রয়েছে মাত্র ১০৬টি। অথচ এ নিয়ে মাথা ব্যথ্যা নেই সংশ্লিষ্ট দপ্তর কর্তাদের। বিশেষজ্ঞদের মতে এখনই যথাযথ পদক্ষেপ না নিলে এই প্রাণীটির বিলুপ্তি সুনিশ্চিত।

বিশ্ব জীববৈচিত্রের অন্যতম লীলাভূমি সুন্দরবন। নীল বঙ্গোপসাগরের পাড়ে সবুজের বিস্তৃর্ণ সমাহার। ভারত ও বাংলাদেশ মিলিয়ে এই বনভূমির মোট আয়তন ১০ হাজার বর্গকিলোমিটার। এর মাঝে বাংলাদেশ অংশে রয়েছে ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার।

নানা প্রজাতির পাখ পাখালি, চিত্রল হরিণ, কুমির ও সরিসৃপের পাশাপাশি এই ম্যানগ্রোভ বনের খ্যাতি রয়েল বেঙ্গল টাইগারের জন্য বিশ্ব জোড়া। তবে এটি বাংলাদেশের গর্বের প্রতীক হলেও আশংকাজনক হারে কমছে বাঘের সংখ্যা। পরিসংখ্যানে অনুযায়ী ২০০৪ সাল হতে এ পর্যন্ত এক দশকে বাঘের সংখ্যা ৪শ ৬০টি থেকে কমে ১০৬টিতে দাঁড়িয়েছে।

বাঘের সংখ্যা কমার পেছনে বেশ কয়েকটি বিষয়কে দায়ী করেন বিশেষজ্ঞরা।

এর মাঝে প্রাকৃতিক দূর্যোগ, নদীর পানির লবনাক্ততা বৃদ্ধি, বন দস্যূদের গাছ কাটায় বাঘার চারণভূমি সংকুচন, মাছ শিকারে জেলেদের নদীতে বিষ প্রয়োগ, চোরা শিকারীদের নির্বিচারে বাঘের প্রধান খাদ্য হরিন নিধন উল্লেখযোগ্য।

একই সাথে অসাধু বন কর্মচারীদের সহায়তায় সুন্দরবন ঘিরে গড়ে ওঠা বসতির ভাসমান মানুষদের বনে যাতায়াতও উল্লেখযোগ্য।

সুন্দরবনের জীববৈচিত্র রক্ষায় বাঘের প্রজনন বৃদ্ধি ও সঠিকভাবে সংরক্ষণের জন্য সরকারীভাবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়ার দাবি পরিবেশবিদদের।

এছাড়াও খাদ্য ও চারণভূমি সংকটের কারনেও বাংলাদেশ অংশ থেকে ভারতের সুন্দর বনে কিছু বাঘ চলে গেছে বলেও মনে করেন বিশেষজ্ঞরা।

Videos similaires