ঈদে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভীড়

2016-02-04 9

ঈদের ছুটিতে সাভারের বিনোদন কেন্দ্র ও থীম পার্কগুলো দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। ঢাকা ও এর আশপাশের নানা বয়সী মানুষ পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছেন কিছুটা সময় আনন্দে কাটাতে। আবার সামর্থ অনুযায়ী কেউ কেউ বেছে নিয়েছেন জাতীয় স্মৃতিসৌধ ও বংশী নদীর তীরের নীলা পার্ককে।

ফ্যান্টাসি কিংডমে যেনো পা ফেলার জায়গাটুকু নেই। একই পরিস্থিতি ষেখানকার ওয়াটার কিংডমে। স্থানীয়রাতো আছেই রাজধানী কিংবা গাজীপুর থেকেও শ’শ; মানুষের ভীড়ে মুখরিত বিনোদন কেন্দ্রটি।

বিনোদন কেন্দ্র না হলেও জাতীয় সৌধকে ঘিরে জমে উঠেছে হাজারো মানুষের আড্ডা। জায়গাটি কারোর জন্য অবসর কাটানোর মাধ্যম আবার কারোর কাছে ইতিহাস আর ঐতিহ্যের মেলবন্ধন।

বংশী নদীর কোল ঘেষে এক মনোরম পরিবেশে গড়ে ওঠা নীলা পার্ক বিনোদন প্রেমীর জন্য নতুন মাত্রা যোগ করেছে। ছোটদের খেলার জন্য এখানে রয়েছে বিভিন্ন ধরণের রাইড।