বাংলাদেশী টক-ঝাল-মিষ্টি জলপাই'র আচার

2015-12-13 38

জলপাই দিয়ে আচার তৈরী করার না হলেও ১০ রকম প্রচলিত প্রণালী আছে আমাদের দেশে। আমি টক-ঝাল-মিষ্টি জলপাই'র আচার তৈরীর খুব সহজ একটা পদ্ধতি দেখাচ্ছি।

তৈরী করতে যা যা লাগছে
জলপাই ১ কেজি
সরিষার তেল ১ কাপ
১ টা বড় রসুন
পাঁচ ফোড়ন ১ চা চামুচ
শুকনো মরিচ ৫/৬ টি (প্রয়োজনে কম বেশী করতে পারেন)
লবণ ২ চা চামুচ
শুকনো মরিচের গুঁড়ি ১ টেবিল চামুচ
৫০০ গ্রাম আঁখের গুঁড় (প্রয়োজনে কম বেশী করতে পারেন)
ভিনেগার আধা কাপ
গরম মশলা গুঁড়ি ২ চা চামুচ
মৌরী গুঁড়ি ১ চা চামুচ

ব্লগের লিঙ্ক: http://rumana.net/927