Ei poth jodi na sesh hoye (এই পথ যদি না শেষ হয় তবে কেমন হত তুমি বল তো)

2015-11-06 70

Movie: Saptapadi
Singers: Hemanta Mukherjee, Sandhya Mukherjee
Cast: Uttam Kumar, Suchitra Sen...

one of the most romantic songs in Bengali Cinema picturised on the most beautiful couple - Uttam Suchitra


"এই পথ যদি না শেষ হয় তবে কেমন হত তুমি বল তো
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হত তুমি বল তো
কোন রাখালের ওই ঘর ছাড়া বাঁশি তে
সবুজের ওই দোল দোল হাসিতে
মন আমার মিশে গেলে বেশ হয়
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হত তুমি বল তো
নীল আকাশের ওই দুর সীমা ছাড়িয়ে
এই গান যেন যায় আজ হারিয়ে
প্রানে যদি এই গানের রেশ রয়
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হত তুমি বল তো"