যে কৌশলে আটক হলো রাজন হত্যার আসামি কামরুল ( Arrested killer of Rajon, Kamrul at Saudi)

2015-07-13 1,063

সিলেটের শিশু রাজন হত্যা মামলার অন্যতম আসামি কামরুল ইসলামকে সৌদি আরবের জেদ্দায় আটক করা হয়েছে। আজ সোমবার স্থানীয় বাংলাদেশিদের সহযোগিতায় তাঁকে আটক করা হয়।

রাজনকে নির্যাতন করে হত্যার কথা স্বীকার করেছেন কামরুল। বাংলাদেশ কনসুলেটের কর্মকর্তা মোকাম্মেল হোসেন জানিয়েছেন, কামরুলকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করার জন্য আলোচনা চলছে।