Believe it or not, Bangladesh Prime Minister Sheikh Hasina now holds an election ID card in the city of Bengaluru. Voter card issued in the name of Sheikh Hasina. This Great mistake was done in Karnataka. Hasina is a resident of Bengaluru's Thanisandra area. The card clearly shows her picture and names her late husband, Wazed Miah. The only mistake been made is her date of birth.
The card says she was born in 1992.
Accepting the Election Commission's faux pas, Karnataka Home Minister KJ George said, "I don't think this is an authentic ID card. I will order a probe into the matter." The matter has come to light just a day before the election dates were expected to be announced. The civic polls are due in the month of July. This news was published by India Today. ভারতের ভোটার তালিকায় শেখ হাসিনা! ভারতের ভোটার তালিকায় শেখ হাসিনার ছবিসহ নাম পাওয়া গেছে। বিশ্বাস করুন না বা নাই করুন। এমনকি তিনি বেংগালরের আসন্ন আঞ্চলিক নির্বাচনে ভোটও দিবেন, এমনটিই জানাচ্ছে ভারতের প্রভাবশালী মিডিয়া ইন্ডিয়া টুডে ।
পত্রিকাটি লিখেছে, ভারতের কর্নাটকে হাসিনা নামের একজন ভোটার পাওয়া গেছে যার স্বামী ওয়াজেদ মিয়া । আইডি কার্ডে
ছবিটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনারেই ।
বাংলাদেশের হাসিনার সাথে ভারতের হাসিনার একমাত্র পার্থক্য হচ্ছে তার জন্ম ১৯৯২ ।
বিষয়টি কিভাবে এমন হলো ? এনিয়ে প্রশ্ন করা হলে কর্ণাটকের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী কে জে জর্জ বলেন, এমন ভুয়া ভোটার কার্ড অনেক দেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে ।